নির্বাচন! উত্তাল পরিস্থিতি! হাওয়া গরম গেরুয়া শিবিরে

অপছন্দের প্রার্থী! ব্যাপক বিক্ষোভ! গেরুয়া শিবিরে কোন্দল বড় আকার ধারণ করছে!

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaa

নিজস্ব সংবাদদাতা : লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। দিন ঘোষণা হতেই শুরু হয়েছে প্রার্থী নির্বাচন। আর তা নিয়েই হাওয়া গরম গেরুয়া শিবিরে। আসন্ন রাজস্থান বিধানসভা নির্বাচনের জন্য রাজসামন্দ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি নেতা দীপ্তি কিরণ মহেশ্বরীকে দলীয় টিকিট দেওয়া নিয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ করছে। রীতিমতো টেবিল-চেয়ার ভাংচুর করে চললো বিক্ষোভ প্রদর্শন। জ্বললো আগুন, পার্টি অফিসে ঝুললো তালা। দেখুন ভিডিও।

hiren