/anm-bengali/media/media_files/2025/08/31/new-project-8-2025-08-31-13-21-56.jpg)
File Picure
নিজস্ব সংবাদদাতা: এবার অমিত শাহকে নিয়ে মহুয়া মিত্রের কথিত মন্তব্যের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন কালনার ৪ নম্বর মন্ডলের বিজেপি সভাপতি গৌর মন্ডল। তিনি সোজা নিশানা করেছেন মহুয়া মিত্রকে। তিনি তার ফেসবুক পেজে পোস্ট করে লেখেন, "অমিত শাহের বিরুদ্ধে মহুয়া মিত্রের কুরুচিকর হুমকির তীব্র নিন্দা জানাই। এখন সুকুমার রায় দিয়ে দোষ ঢাকার চেষ্টা শাক দিয়ে মাছ ঢাকা হয়ে যাচ্ছে না? বিজেপির কোনও নেতা যদি এখন এরকম মন্তব্য রাখতো তাহলে তার বিরুদ্ধে কটা ধারা লাগতো? অমিত শাহের মাথা কাটা নিয়ে মহুয়া মিত্রের কুরুচিকর বক্তব্যের তীব্র নিন্দা জানাই।" তার এই পোস্ট ঘিরে চর্চা শুরু হয়েছে।
/anm-bengali/media/post_attachments/d04f5da8-aaa.png)
উল্লেখ্য, বাংলাদেশী অনুপ্রবেশকারী ইস্যুতে মহুয়া মিত্রের অমিত শাহকে নিয়ে করা মন্তব্য বর্তমানে বাংলা তথা দেশের রাজনীতির অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে। মহুয়া মিত্রের এই ধরনের মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির একাধিক নেতৃত্ব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us