New Update
/anm-bengali/media/media_files/2025/07/02/donald-trump-2025-07-02-21-53-42.jpeg)
নিজস্ব সংবাদদাতা : কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের তদন্ত সংক্রান্ত সমস্ত নথি প্রকাশ্যে আনার বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস ধরে এই বিলটির তীব্র বিরোধিতা করার পর শেষ পর্যন্ত কংগ্রেসের প্রবল রাজনৈতিক চাপের মুখে তিনি এটিতে স্বাক্ষর করতে বাধ্য হলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/20/screenshot-2025-11-20-64-am-2025-11-20-06-47-38.png)
প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল রাতে (বুধবার) "এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট" নামক এই গুরুত্বপূর্ণ বিলটিতে স্বাক্ষর করেছেন। এই আইন অনুযায়ী, মার্কিন বিচার বিভাগকে আগামী ৩০ দিনের মধ্যে জেফরি এপস্টেইন এবং তাঁর সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে সম্পর্কিত সমস্ত ফাইল, যোগাযোগ এবং তদন্তের নথি জনসমক্ষে আনতে হবে।
Trump signs bill to release files on Jeffrey Epstein, bowing to political pressure after months of resistance, reports AP. pic.twitter.com/fwtG4LFoUo
— Press Trust of India (@PTI_News) November 20, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us