হাসতে হাসতে ট্রাম্পের আমন্ত্রণ খারিজ করে দিলেন মোদী, কি চলছে তাঁর মস্তিষ্কে?

গত এক বছরে এটি তাঁর ষষ্ঠ সফর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi trump

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ওড়িশা সফরে এক আবেগঘন বার্তায় এদিন জানিয়েছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন, কারণ তাঁর কাছে "মহাপ্রভুর দেশে" ফেরা ছিল আরও গুরুত্বপূর্ণ।

ভুবনেশ্বরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন জানান, তিনি যখন জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডাতে ছিলেন, তখনই ট্রাম্প তাঁকে ফোন করে ওয়াশিংটনে নৈশভোজে আমন্ত্রণ জানান। মোদীর কথায়, “তিনি বলেছিলেন, যেহেতু আপনি কানাডায় আছেন, একবার ওয়াশিংটনে আসুন। আমরা একসাথে ডিনার করব ও আলোচনা করব। আমি তাঁকে ধন্যবাদ জানিয়ে বলি, মহাপ্রভুর দেশে ফেরা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি বিনীতভাবে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি"।

২০২৪ সালের জুনে ওড়িশায় বিজেপি সরকারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওড়িশা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এ নিয়ে গত এক বছরে এটি তাঁর ষষ্ঠ সফর।

Modi

এই সফরে প্রধানমন্ত্রী ১৮,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের ১০৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। সেই সঙ্গে উন্মোচন করেছেন "ওড়িশা ভিশন ডকুমেন্ট", যা রাজ্যের সামগ্রিক উন্নয়নের রূপরেখা হিসেবে কাজ করবে বলে জানানো হয়েছে।

তবে ট্রাম্পকে মুখের ওপর না জানানো কি শুধুই মহাপ্রভুর দেশের জন্য নাকি এর পিছনে রয়েছে আরও কোনও গভীর কারণ, তা শুধু সময়ই বলবে।