New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: দুই আসনের সেসনা ১৫২ বিমান দুপুর ১.৩০ মিনিটে বিধ্বস্ত হয় মধ্যপ্রদেশের গুনায়। ইঞ্জিনের ব্যর্থতার কারণে ৪০ মিনিটের জন্য বায়ুবাহিত থাকার পরে এই দুর্ঘটনা ঘটে।
/anm-bengali/media/post_attachments/268ab68490ed82e67d3ac3b2f3b0b3ec60852d1be20ec5efd12afded4799af69.jpg?im=FeatureCrop,algorithm=dnn,width=650,height=400)
গুনা ক্যান্ট থানার ইনচার্জ দিলীপ রাজোরিয়া এই তথ্য দিয়েছেন। বিমানটি পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য কয়েক দিন আগে এখানে এসেছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
বিমানটিতে থাকা দুই পাইলট আহত হয়েছেন। তারা আশঙ্কামুক্ত এবং সেখানে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
/anm-bengali/media/post_attachments/b97f42366fd8e300cca480331ece1f181716fcc3c0b506289a6de9882df7ab99.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us