/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। শহরের ওয়ান টাউন এলাকার ফিশিং হারবারের কাছে হিমালয় বার-এর পাশেই ঘটে যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা।
বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার সিপি বাগচি জানান, “বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে অনুমান, গ্যাস লিকের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে। আশপাশের দোকান ও বাড়িগুলোর জানালা ও দরজাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এলাকা সুরক্ষিত করে।
/anm-bengali/media/post_attachments/8184e0b7-a7b.png)
পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে।
এই দুর্ঘটনা ঘিরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় প্রশাসন গ্যাস সংযোগ ও সুরক্ষা নিয়ে নতুন করে নজরদারি চালানোর কথা জানিয়েছে।
Andhra Pradesh: A tragic incident occurred near the Fishing Harbour in the One Town area of Visakhapatnam, where a gas cylinder exploded near the Himalaya Bar. As per information of CP Bagchi that The explosion resulted in the immediate death of two individuals at the scene.… pic.twitter.com/QkSc4dst9E
— ANI (@ANI) August 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us