রয়েছে পহেলগাঁও হামলার ক্ষত! অবশেষে পর্যটকদের জন্য খুলল এই স্থান

পর্যটকরা আবারও বড় সংখ্যায় আসা শুরু করেছেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-11-24 134954

নিজস্ব সংবাদদাতা: ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসরন ভ্যালিতে সন্ত্রাসী হামলার পর সেই রাজ্যের ৪৮টি 'পর্যটনস্থল' পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এর মধ্যে ৭ মাস বন্ধ ছিল গুলমার্গের পর্যটন স্থান ড্রাং। 

এবার ২৩ নভেম্বর ২০২৫ তারিখে দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হল এই স্থান।

pahalgam