ইন্ডিগোর ফ্লাইট বাতিল ও সূচি পরিবর্তনে বিমানবন্দরে চরম দুর্ভোগ যাত্রীদের ! কর্মীদের কাছেও নেই কোনো তথ্য

কি জানালেন যাত্রীরা ?

author-image
Debjit Biswas
New Update
indigo flight edit .jpg

নিজস্ব সংবাদদাতা : গত কয়েকদিন ধরে দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগো (IndiGo)-এর বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল এবং অনিয়মিতভাবে সূচি পরিবর্তনের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। আজ শনিবারও শত শত যাত্রী তাঁদের যাত্রা নিয়ে চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে রয়েছেন।

বিমানবন্দরে অপেক্ষারত ক্ষুব্ধ যাত্রীরা তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরে ইন্ডিগোর অব্যবস্থাপনার সমালোচনা করেছেন।

indigo

একজন যাত্রী, যিনি বিশাখাপত্তনম যাওয়ার জন্য অপেক্ষা করছেন, তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করে বলেন,"আমার ফ্লাইট বারবার সূচি পরিবর্তন হয়েছে। আমাকে বিশাখাপত্তনম যেতেই হবে। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কর্মীদের কাছে কোনো তথ্য নেই যে কখন ফ্লাইট ছাড়বে।"

অন্য একজন যাত্রী তাঁর ফ্লাইট বাতিলের কারণে সৃষ্ট সমস্যার কথা তুলে ধরেছেন,"আমার ফ্লাইট বাতিল হয়ে গেছে। আমার জন্য যাওয়াটা খুবই জরুরি ছিল।"