নিজস্ব সংবাদদাতা: মুম্ব্রা স্টেশনে আজ এক দুর্ঘটনা ঘটে। এই নিয়ে মধ্য রেলওয়ের সিপিআরও স্বপ্নিল ধনরাজ নীলা বলেছেন, "মোট ১৩ জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত আমরা কোনও মৃত্যুর তথ্য পাইনি"।
প্রসঙ্গত, ভিড়ে ঠাসা লোকাল থেকে বেশ কয়েকজন যাত্রী পড়ে যায় বলে অভিযোগ ওঠে।
/anm-bengali/media/media_files/2025/06/09/in5NNfjjPazKpJRasyJJ.PNG)