জি-২০ সম্মেলন : ৫ শীর্ষ নেতার মানব-বন্ধন! কেন্দ্রে মোদী

রাষ্ট্রনেতাদের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গড়ে উঠলো মানব বন্ধন। বিশেষ মুহূর্ত তৈরি হল ভারত মণ্ডপমে। দিল্লিতে এখন চাঁদের হাট।

author-image
Pallabi Sanyal
New Update
ffr

নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ সম্মেলন। ভারত মণ্ডপমে যে কোনার্কের চাকা শোভা পাচ্ছে সেখানেই গড়ে উঠলো পাঁচ শীর্ষ নেতার মানব-বন্ধন। যার কেন্দ্রে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দুপাশে ২ জন করে মোট চারজন রাষ্ট্রনেতা রয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি জো বিডেন, ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা এবং বিশ্বব্যাংকের রাষ্ট্রপতি অজয় ​​বঙ্গ রয়েছেন প্রধানমন্ত্রীর পাশে। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে হাত মেলান। গড়ে তোলেন মানব-বন্ধন। দেখুন সেই বিশেষ মুহূর্তের ভিডিও।