New Update
/anm-bengali/media/media_files/LLZOlzcdprMsTZ1zpw64.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: দেশের অধিকাংশ জায়গায় টমেটোর দাম ৫০ টাকার নিচে নেমে গেছে। মহীশূরের বাজারে টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি আর ১৪ টাকায়। কেন্দ্রীয় সরকার নেপাল থেকে বিপুল পরিমাণে টমেটো আমদানি করেছে। এই পরিস্থিতিতে কয়েকদিন আগে যে টমেটো প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছিল সেটা এখন ৫০ টাকায় নেমে এসেছে। আমদানি আরো বৃদ্ধি পেলে আগামী দিনে এর দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমে যেতে পারে।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us