দুর্ভাগ্যবশত, আজ রেলমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী… কেউ জবাবদিহিতা নিতে চায় না!

দুর্ভাগ্যবশত, আজ রেলমন্ত্রী হোন, শিক্ষামন্ত্রী হোন, স্বরাষ্ট্রমন্ত্রী হোন, প্রধানমন্ত্রী কেউ জবাবদিহিতা নিতে চায় না। ফের বিস্ফোরক মন্তব্য কংগ্রেসের।

author-image
Probha Rani Das
New Update
vbnvmq17.jpg

নিজস্ব সংবাদদাতাঃকংগ্রেস টুইট করে জানিয়েছে, “দুর্ভাগ্যবশত, আজ রেলমন্ত্রী হোন, শিক্ষামন্ত্রী হোন, স্বরাষ্ট্রমন্ত্রী হোন, প্রধানমন্ত্রী কেউ জবাবদিহিতা নিতে চায় না।ইউপিএ জমানায় শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে ইস্তফা দেওয়া হত।

vbnvmq16.jpg

আজ মন্ত্রী হেসে দেশের নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ করছেন যে এই 'উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবাদ' চলছে।” 

Add 1