'মমতা বন্দ্যোপাধ্যায় আগেই মহিলা সংরক্ষণ বিল কার্যকর করেছেন'

মহিলা সংরক্ষণ বিল (Women's Reservation Bill) নিয়ে এবার বড় দাবি করে বসলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

author-image
SWETA MITRA
New Update
mamata vic.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মহিলা সংরক্ষণ বিল (Women's Reservation Bill) নিয়ে আলোচনা করতে গিয়ে সংসদে উঠে এল বাংলার প্রসঙ্গ। আজ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) এই বিল নিয়ে বড় মন্তব্য করেন। তিনিবলেন, 'আমিএই মহিলাসংরক্ষণবিলেরসমর্থনেদাঁড়িয়েছি, যাইতিমধ্যেইপশ্চিমবঙ্গেরমুখ্যমন্ত্রীমমতাবন্দ্যোপাধ্যায়কার্যকরকরেছেন।পশ্চিমবঙ্গদেশেরএকমাত্ররাজ্যযেখানেএকজনমহিলামুখ্যমন্ত্রীরয়েছেন, অন্যদিকেদেশের১৬টিরাজ্যেবিজেপিরসরকারথাকাসত্ত্বেওকোনওমহিলামুখ্যমন্ত্রীনেই।মমতাবন্দ্যোপাধ্যায়মহিলাদেরস্বার্থেরজন্যজোরালোভাবেআওয়াজতুলেছেন।বিশেষকরেভারতীয়বিধানসভায়আমাদেরদেশেরঅন্যযেকোনওআইনসভারচেয়েবেশিমহিলারয়েছেন, মমতাবন্দ্যোপাধ্যায়েরপাশাপাশিআমাদেরঅনেকমহিলামন্ত্রীরয়েছেন।‘