মোদীর আমলে পিছিয়ে যাচ্ছে দেশ, আক্রমণ তৃণমূলের

কৈলাশ বিজয়বর্গীয় বলেন, 'যেসব মহিলারা ছোট পোশাক পরে বের হন তাঁদের সুর্পনখার মতো দেখতে লাগে।' এদিকে এই বিজেপি নেতার মন্তব্যকে নিয়ে আসরে নামল তৃণমূল।

author-image
SWETA MITRA
New Update
jawhar kailash.jpg

জহর সরকার ও কৈলাশ বিজয়বর্গীয়

নিজস্ব সংবাদদাতাঃ মহিলাদের ছোট পোশাক নিয়ে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)-র মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কৈলাশ বিজয়বর্গীয় বলেন, 'যেসব মহিলারা ছোট পোশাক পরে বের হন তাঁদের সুর্পনখার মতো দেখতে লাগে।' এদিকে এই বিজেপি নেতার মন্তব্যকে নিয়ে আসরে নামল তৃণমূল।

jawhar bjp.jpg

আজ শনিবার তৃণমূল সাংসদ জহর সরকার (Jawhar Sircar) এক টুইট বার্তায় লেখেন, 'এই ধরনের লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য দলের নিম্ন রুচির মানসিকতার পরিচয়। আপনি তাঁকে দেখুন এবং ভাবুন আপনি নিরাপদ কিনা। মোদীর আমলে পিছিয়ে যাচ্ছে দেশ।'