'কম কথা বলুন, এতে আপনাদেরই মঙ্গল', অধীরকে সপাটে জবাব TMC নেত্রীর

ফের শিরোনামে তৃণমূল নেত্রী। চমকে গেল রাজনৈতিক মহল।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
adhir susmita.jpg

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোটের ক্ষেত্রে বাংলার কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তৃণমূল। এদিকে এই নিয়ে বারবার বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এদিকে তৃণমূলনেত্রীসুস্মিতাদেব (Sushmita Dev) বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন, "অধীররঞ্জনচৌধুরীবহুবছরধরে কংগ্রেসের রাজ্যসভাপতি। কিন্তুবাংলায়তাদেররেকর্ডকী? তিনিযদিএটাচিন্তাকরতেন, তাহলেআসনভাগাভাগিরক্ষেত্রেতিনিদ্বিধাবোধকরতেননা।তাইআমিবলতেচাই, উনিযেধরনেরবক্তব্যদিচ্ছেনতাদেশেরসংস্কৃতিরপরিপন্থী।আমিমনেকরি, তিনিযতকমকথাবলবেন, ২০২৪সালেরনির্বাচনেরজন্যততইমঙ্গল।“