ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে কমিশনের সঙ্গে বৈঠক, কী দাবি তুলল তৃণমূল

SIR সংঘাতের আবহে দিল্লির নির্বাচন কমিশনে ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ১০ জনের প্রতিনিধি দল। ভোটার তালিকা ও সংশোধন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক।

author-image
Tamalika Chakraborty
New Update
election commission  a


নিজস্ব সংবাদদাতা: এসআইআর বিতর্ক তুঙ্গে, রাজ্য জুড়ে চাপা উত্তেজনার মধ্যেই দিল্লিতে নির্বাচন কমিশনের দরজায় হাজির তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। শুক্রবার সকাল ১১টা নাগাদ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে ১০ জনের প্রতিনিধিদল সরাসরি দেখা করেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সঙ্গে। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া তথা এসআইআর-কে ঘিরে সাম্প্রতিক সংঘাত, বিতর্ক ও অভিযোগগুলি সরাসরি কমিশনের সামনে তুলে ধরতেই এই সাক্ষাৎ বলে জানা গিয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও ব্রায়েন-সহ দলের আরও শীর্ষ নেতারা। দলীয় সূত্রে খবর, গত ২৩ নভেম্বর এই বিষয়েই আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল তৃণমূলের তরফে। সেই চিঠিতে এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম, প্রশাসনিক চাপ, এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত বিএলও-দের উপর অতিরিক্ত কাজের চাপ নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়। সেই অভিযোগগুলির প্রেক্ষিতেই এদিন মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সরাসরি বৈঠকে বসে তৃণমূলের প্রতিনিধি দল।

দলের বক্তব্য, ভোটের আগে ভোটার তালিকার সংশোধনের নামে বিরোধী আসনের ভোটারদের নাম বাদ দেওয়া, ভয় দেখানো এবং প্রশাসনিক অপব্যবহারের অভিযোগ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। তৃণমূল নেতৃত্বের দাবি, বাংলায় যে ভাবে এসআইআর চলছে, তাতে সাধারণ ভোটারের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, যা আদতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপন্ন করতে পারে।

derekk.jpg

দিল্লিতে এই বৈঠককে রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ একদিকে যখন রাজ্যে এসআইআর নিয়ে সংঘাত, অসুস্থতা এবং মৃত্যুর ঘটনাও সামনে আসছে, তখন ঠিক সেই সময় নির্বাচন কমিশনের সঙ্গে শাসক দলের এই সরাসরি যোগাযোগ নতুন মোড় নিতে পারে গোটা বিতর্ককে। তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনও অন্যায় তারা মেনে নেবে না এবং প্রয়োজনে আরও বড় আন্দোলনের পথেও হাঁটতে পারে দল।

এই বৈঠকের দিকে কেবল বাংলা নয়, নজর রয়েছে জাতীয় রাজনীতিরও। কারণ বাংলার বাইরে আরও একাধিক রাজ্যে ভোটার তালিকা ও সংশোধন প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে। দিল্লিতে New Delhi-র নির্বাচন কমিশন ভবনে ডেরেকদের এই উপস্থিতি এসআইআর বিতর্ককে কতটা নতুন দিশা দেয়, সেটাই এখন দেখার।