তিরুমলা তিরুপতি দেবস্থানমে প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত, জানালেন চেয়ারম্যান বি.আর. নাইডু

“অ-হিন্দু দর্শনার্থীদের জন্য শতাধিক পরিবর্তন আনা হয়েছে, বোর্ডে কিছু আইনি জটিলতা রয়েছে— ধীরে ধীরে সমাধান হচ্ছে,” বলেন নাইডু।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-05 9.49.05 PM

নিজস্ব সংবাদদাতা: তিরুমলা তিরুপতি দেবস্থানম (TTD)-এর চেয়ারম্যান বি.আর. নাইডু জানিয়েছেন যে, তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে অ-হিন্দু দর্শনার্থীদের সুবিধার্থে প্রশাসনিক ও কার্যকরী ক্ষেত্রে বহু পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, “অ-হিন্দু ভক্তদের জন্য শতাধিক পরিবর্তন করা হয়েছে। বোর্ডের কিছু আইনি সমস্যা রয়েছে, সেগুলোর প্রতিও আমাদের নজর দিতে হচ্ছে। ধীরে ধীরে আমরা সেগুলোর দায়িত্ব নিচ্ছি।”

চেয়ারম্যান নাইডু আরও জানান, বোর্ডের অভ্যন্তরে কিছু বাধা বা জটিলতা রয়েছে, তবে আপাতত সে বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়। তাঁর ভাষায়, “এই মুহূর্তে আমি সব কিছু প্রকাশ করতে পারব না। তবে বোর্ডের নির্বাহী আধিকারিক (Executive Officer) বর্তমানে অত্যন্ত ক্ষমতাশালী এবং বাস্তবমুখী একজন ব্যক্তি। তাঁর নেতৃত্বেই আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি।”