ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কণ্ঠে উৎসবের ডাক—পুজো ও দীপাবলিতে মিলেমিশে আনন্দের সুর

দীপাবলিতে উৎসবের ডাক দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
tipura cm


নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে সবাই মিলেই দূর্গাপুজো উদযাপন করেন। লক্ষ্মীপুজোর পর সবাই অধীর আগ্রহে দীপাবলির জন্য অপেক্ষা করেন। তিনি বলেন, “আমি অনেক পুজো মন্ডপ ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি এবং বহু অনুষ্ঠানের উদ্বোধন করেছি।” এই উৎসবের সময় ত্রিপুরা জুড়ে মিলেমিশে আনন্দে মেতে ওঠে মানুষ, শহর ও গ্রাম সব মিলিয়ে এক রঙিন পরিবেশ দেখা যায়। মুখ্যমন্ত্রী জানান, নানা অঞ্চল ঘুরে মানুষের সাড়া, তাদের উৎসাহ ও ধর্মীয় সম্প্রীতিতে তিনি মুগ্ধ। উৎসব পরিস্থিতি সাধারণ মানুষের জীবনে শান্তি, সম্প্রীতি ও আনন্দ নিয়ে আসুক—এটাই তাঁর কামনা।

diwali qqqq