/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)
নিজস্ব সংবাদদাতা: ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার অনুপ আগরওয়াল জানিয়েছেন, ম্যাঙ্গালুরুর উপকণ্ঠে উল্লালের একটি প্রাইভেট বিচ রিসর্টে সুইমিং পুলে পড়ে প্রাণ হারিয়েছেন মহীশূরের তিন তরুণী। মৃত তিন তরুণী হলেন কীর্থনা (২১), নিশিথা (২১) এবং পার্বতী (২০)। তাঁরা ১৬ নভেম্বর রিসোর্টে চেক ইন করেছিলেন। পরের দিন সকালে সুইমিং পুলে মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু কীভাবে তাঁদের মৃত্যু হল, তা তদন্ত করা হচ্ছে। মৃত দেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তারপরেই স্পষ্ট করে জানা যাবে বলে ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনারের তরফে জানানো হয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মৃত্যুর সাম্ভাব্য সমস্ত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে ম্যাঙ্গালুরু পুলিশের তরফে জানানো হয়েছে।
/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)
Mangaluru, Karnataka | Three young women from Mysore lost their lives in the swimming pool at a private beach resort in Ullal, on the outskirts of Mangaluru. The victims, identified as Keerthana (21), Nishitha (21), and Parvathi (20), had checked into the resort on November 16…
— ANI (@ANI) November 17, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us