মৃত্যুপুরী দিল্লি! জমা জলে ডুবে মৃত্যু একাধিক শিশুর

যমুনার জলের স্তর রেকর্ড ভাঙায় দিল্লিবাসীর দুর্দশা আরও বেড়েছে। এখন জলের স্তর হ্রাস পাচ্ছে, তবুও সংকট এখনও রয়ে গেছে। ভারী বৃষ্টিপাতের পরে দিল্লিতে যমুনা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
delhii.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে (Delhi) এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আজ শুক্রবার। জানা গিয়েছে, আজ দিল্লিরউত্তর-পশ্চিমজেলারমুকুন্দপুরেরকাছেজমা জলেডুবেতিনশিশুরমৃত্যুহয়েছে।নিহতদেরউদ্ধারকরেহাসপাতালেপাঠানোহয়েছে।তদন্তচলছেবলে জানিয়েছে দিল্লিপুলিশ।