New Update
/anm-bengali/media/media_files/23bj3pb1QVARY3jsaX7o.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সোমবার পুলিশ জানিয়েছে, জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার পুরমণ্ডল ব্লকের খাদা মদানা গ্রামে রহস্যজনক বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। রাত ৮টা ১৫ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, স্থানীয় কৃষকরা তাদের চাষাবাদের অংশ হিসেবে ক্ষেতে আগুন ধরিয়ে দিলে ক্ষেতে পড়ে থাকা একটি পুরনো মরচে ধরা শেল বিস্ফোরিত হয়।
#WATCH | Several injured in a mysterious blast in Samba, Jammu & Kashmir. Details awaited. pic.twitter.com/fDHTfGVKjo
— ANI (@ANI) May 27, 2024
ঘটনায় আহতরা হলেন- খাদা মাধানার বাসিন্দা শশ উদ্দিনের স্ত্রী সুরিয়া বিবি (৫৮), সংসার সিংহের ছেলে রমিত সিং (৬৬) ও ধরম চাঁদের স্ত্রী সেমরু দেবী (৭৬)।
/anm-bengali/media/media_files/1fApZXOFUgZcqJuySTr2.jpg)
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আহত তিনজনকে জম্মুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us