File Picture
নিজস্ব সংবাদদাতা: রাঁচি জেলার নারকোপি এলাকায় ভয়াবহ বজ্রপাতের ঘটনায় মৃত্যু হল তিন কন্যাশিশুর। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে, যখন তারা স্কুল থেকে বাড়ি ফিরছিল। রাঁচি পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অঞ্জলি কুজুর (৭), পারি ওরাঁও (৫) এবং বাসমতি ওরাঁও (১০)।
পুলিশ সূত্রে খবর, বজ্রপাতের সময় হঠাৎ প্রবল বর্ষণ শুরু হয়। শিশু তিনজন গ্রাম সংলগ্ন মাঠের পাশ দিয়ে হাঁটছিল। সেখানেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু চিকিৎসকেরা পৌঁছেই তিনজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুদের পরিবার শোকে ভেঙে পড়েছে। স্থানীয় প্রশাসন মৃতদের পরিবারকে সান্ত্বনা দিয়েছে এবং সরকারি ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে।
ঝাড়খণ্ডে বর্ষাকালে বজ্রপাতের ঘটনা প্রায়শই ঘটে এবং প্রতি বছর বহু মানুষের প্রাণহানি হয়। বিশেষজ্ঞদের পরামর্শ, ঝড়-বৃষ্টির সময়ে খোলা জায়গা এড়িয়ে আশ্রয় নেওয়া উচিত। তবুও গ্রামীণ এলাকায় সচেতনতার অভাবে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।
এই মর্মান্তিক ঘটনায় নারকোপি গ্রাম ও আশপাশের এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Jharkhand | Three girls died due to lightning in the Narkopi area of rural Ranchi. The incident happened when they were on their way back home from school. Victims have been identified as Anjali Kujur, age 7 years, Pari Oraon, age 5 years and Basmati Oraon, age 10 years: Ranchi…
— ANI (@ANI) August 21, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us