ছুরিকাঘাতে মৃত্যু! খুন করে ইনস্টাগ্রামে পোস্ট – কাঁপছে জয়পুর, আতঙ্কে বাসিন্দারা

পুরনো শত্রুতা থেকে খুন। তারপরেই সোশ্যাল মিডিয়ায় রক্তমাখা ছবি পোস্ট অভিযুক্তের।

author-image
Tamalika Chakraborty
New Update
anas murder

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের জয়পুরে এক তরুণকে ছুরি মেরে খুনের ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য। মৃত যুবকের নাম বিপিন। পুলিশ সূত্রে খবর, ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল সাওয়াই মান সিং (SMS) হাসপাতালে। দীর্ঘক্ষণ চিকিৎসার পর শেষরক্ষা হয়নি—চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় বিপিনের।

এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই ঘটেছে এই রক্তাক্ত হামলা। ইতিমধ্যেই তিন অভিযুক্তের নাম সামনে এসেছে—আনাস, শাদাব ও আমান। পুলিশ জানিয়েছে, এদের ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে এবং তল্লাশি অভিযান শুরু হয়েছে।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

পুলিশ আরও জানায়, ঘটনার দিন রাতে আনাস একটি বাইকে চেপে শাদাব ও আমানকে সঙ্গে নিয়ে পালদি মীনা এলাকায় আসে। অন্ধকারে সুযোগ নিয়ে আচমকা বিপিনের উপর হামলা চালায় তারা। ঘটনাস্থলে ছুরিকাঘাত করে তাকে ফেলে রেখে তিনজনেই পালিয়ে যায়।

চাঞ্চল্য আরও বাড়িয়েছে অভিযুক্ত আনাসের ইনস্টাগ্রাম পোস্ট। ঘটনার পরেই সে তার প্রোফাইল ‘Anas Shooter’ থেকে একটি ছবি পোস্ট করে, যেখানে একটি রক্তমাখা ছুরি হাতে দেখা যায় তাকে। অনুমান করা হচ্ছে, সেটিই খুনে ব্যবহৃত অস্ত্র। পরে অবশ্য সেই পোস্টটি মুছে দেয় সে। পুলিশ জানিয়েছে, আনাস এর আগেও একাধিকবার মারধরের ঘটনায় জেল খেটেছে।

এই ঘটনাকে ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুরো ঘটনার গভীরে পৌঁছাতে তদন্ত শুরু করেছে পুলিশ।