সনাতন ধর্মের চরম অপমান!বিনাশ কালে বিপ্রিত বুদ্ধি, বিস্ফোরক বিজেপি নেতা

সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জেরে উদয়নিধি স্ট্যালিনকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ রমেশ বিধুড়ি।

author-image
Aniruddha Chakraborty
New Update
মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে উদয়নিধি স্ট্যালিন 'সনাতন ধর্ম'কে অপমান করেছেন। 'সনাতন ধর্ম' নিয়ে মন্তব্যের বিষয়ে বিজেপি সাংসদ রমেশ বিধুড়ি বলেন, "আমাদের দলের সভাপতি বীরেন্দ্র সচদেব তামিল জনগণের সঙ্গে রয়েছেন, তাঁর (উদয়নিধি স্ট্যালিন) প্রজ্ঞার জন্য পুজো করেছেন। বিনাশ কালে বিপ্রিত বুদ্ধি। তারা ক্ষমতায় থাকার জন্য বিবৃতি দিতে শুরু করেছে। তারা ভারতের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে অপমান করতে শুরু করেছে।"