নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের মন্তব্যের জবাবে আজ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একটি বড় দাবি করে বসলেন। তিনি বলেন, "জাতীয় শিক্ষানীতিতে (NEP) কোনও গেরুয়া বা সবুজ নেই। এটি ভারতের শিক্ষাব্যবস্থায় এক বিপ্লব।"
/anm-bengali/media/media_files/H7QJSWmcNqr27cRuIxTr.jpg)
তিনি আরও বলেন, "জাতীয় শিক্ষানীতির মূল লক্ষ্য হল মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, যা তামিলনাড়ুর ক্ষেত্রে তামিল ভাষা। অষ্টম শ্রেণির পর শিক্ষার্থীরা ২২টি ভাষার তালিকা থেকে, তৃতীয় ভাষা হিসেবে তাদের পছন্দমতো যেকোনও একটি ভাষা বেছে নিতে পারে।"