/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মহাগঠবন্ধন (INDIA জোট) নিয়ে জল্পনার মধ্যেই পরিষ্কার বার্তা দিলেন সিপিআই(এমএল)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন, “আসন বণ্টনের আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, কিন্তু সব দল মনোনয়ন দাখিল করছে। যদি সামান্য কোনো সমন্বয়ের ঘাটতি থাকে, তা মনোনয়ন প্রত্যাহারের আগে মিটে যাবে। জোটে সম্পূর্ণ ঐক্য রয়েছে।”
দীপঙ্কর আরও বলেন, “সিপিআই(এমএল)-এর ২০টি আসন নিয়ে পূর্ণ ঐক্যমত হয়েছে। আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম— কোনো ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’ (friendly fight) হবে না, তাই এখানে কোনো বিভ্রান্তি নেই।”
/anm-bengali/media/post_attachments/9a941c82-088.png)
এর পাশাপাশি তিনি বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্য, “বিহারবাসী অমিত শাহের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনেছে। তিনি নিজেই বলেছেন, নিতীশ কুমার আর বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন না। আরও বলেছেন, মহিলাদের অ্যাকাউন্টে যে ১০,০০০ টাকা যাচ্ছে, সেটা আসলে ঋণ।”
দীপঙ্করের দাবি, “এই কথাগুলো থেকেই স্পষ্ট— বিজেপি বিহারে ক্ষমতা দখলের পূর্ণ পরিকল্পনা করে ফেলেছে। তারা বিহারকে ‘বুলডোজার রাজনীতি’র পরীক্ষাগার বানাতে চায়। কিন্তু বিহারের মানুষ তা হতে দেবে না।”
তিনি আরও যোগ করেন, “আমাদের রাজ্য গণতন্ত্র, সামাজিক ন্যায় ও সংবিধানিক মূল্যবোধে বিশ্বাস করে। বিজেপির লক্ষ্য ভয় ও দমননীতির মাধ্যমে রাজনীতি করা, কিন্তু বিহারের মাটি সেই রাজনীতিকে মেনে নেবে না।”
#WATCH | Patna, Bihar | On Mahagathbandhan, CPI(ML) leader Dipankar Bhattacharya says, "Seat-sharing hasn't been announced, but everyone is filing nominations, and we believe that if there are any minor lacks of coordination, it will be resolved by the time of withdrawal. There… pic.twitter.com/lwh0aWEEvk
— ANI (@ANI) October 18, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us