“মহাগঠবন্ধনে পূর্ণ ঐক্য, বিহার হবে না ‘বুলডোজার রাজনীতি’র পরীক্ষাগার”— বললেন সিপিআই(এমএল) নেতা দীপঙ্কর ভট্টাচার্য

আসন বণ্টন নিয়ে জোটে কোনো বিভাজন নেই বলে দাবি; বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ— “অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন, বিজেপির লক্ষ্য বিহারে ক্ষমতা দখল।”

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: মহাগঠবন্ধন (INDIA জোট) নিয়ে জল্পনার মধ্যেই পরিষ্কার বার্তা দিলেন সিপিআই(এমএল)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন, “আসন বণ্টনের আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, কিন্তু সব দল মনোনয়ন দাখিল করছে। যদি সামান্য কোনো সমন্বয়ের ঘাটতি থাকে, তা মনোনয়ন প্রত্যাহারের আগে মিটে যাবে। জোটে সম্পূর্ণ ঐক্য রয়েছে।”

দীপঙ্কর আরও বলেন, “সিপিআই(এমএল)-এর ২০টি আসন নিয়ে পূর্ণ ঐক্যমত হয়েছে। আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম— কোনো ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’ (friendly fight) হবে না, তাই এখানে কোনো বিভ্রান্তি নেই।”

এর পাশাপাশি তিনি বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্য, “বিহারবাসী অমিত শাহের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনেছে। তিনি নিজেই বলেছেন, নিতীশ কুমার আর বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন না। আরও বলেছেন, মহিলাদের অ্যাকাউন্টে যে ১০,০০০ টাকা যাচ্ছে, সেটা আসলে ঋণ।”

দীপঙ্করের দাবি, “এই কথাগুলো থেকেই স্পষ্ট— বিজেপি বিহারে ক্ষমতা দখলের পূর্ণ পরিকল্পনা করে ফেলেছে। তারা বিহারকে ‘বুলডোজার রাজনীতি’র পরীক্ষাগার বানাতে চায়। কিন্তু বিহারের মানুষ তা হতে দেবে না।”

তিনি আরও যোগ করেন, “আমাদের রাজ্য গণতন্ত্র, সামাজিক ন্যায় ও সংবিধানিক মূল্যবোধে বিশ্বাস করে। বিজেপির লক্ষ্য ভয় ও দমননীতির মাধ্যমে রাজনীতি করা, কিন্তু বিহারের মাটি সেই রাজনীতিকে মেনে নেবে না।”