/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীর-এর স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (SIA) আজ শ্রীনগরের সুপরিচিত সংবাদপত্র কাশ্মীর টাইমস-এর অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছে। এই আকস্মিক হানার ঘটনায় জম্মু-কাশ্মীরের সাংবাদিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে, এই অভিযানের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। তবে জম্মু-কাশ্মীরে এসআইএ (SIA) সাধারণত সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত মামলাগুলির তদন্ত করে থাকে। মনে করা হচ্ছে, এই তল্লাশিও সেই সংক্রান্ত কোনো বৃহত্তর তদন্তের অংশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NZnLvWJcDDAObrD0YAPg.jpg)
কাশ্মীর টাইমস অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হচ্ছে বলে সূত্রের খবর। সংবাদপত্রের কর্মীরাও এই মুহূর্তে অফিসে উপস্থিত রয়েছেন।
এই তল্লাশি অভিযান সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং ঠিক কোন মামলায় এটি পরিচালিত হচ্ছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি আসার অপেক্ষায় রয়েছে।
VIDEO | Jammu: The State Investigation Agency (SIA) conducts raid at the Kashmir Times office. More details are awaited.
— Press Trust of India (@PTI_News) November 20, 2025
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/vWNQstgEFu
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us