হয়ে গেল ‘দ্য সোয়াই জয়পুর অ্যাওয়ার্ডস ২০২৫’

সোয়াই পদ্মনাভ সিং পুরস্কার প্রদান করেন এদিনের অনুষ্ঠানে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-10-23 at 01.02.33

File Picture

নিজস্ব সংবাদদাতা: জয়পুরের সিটি প্যালেসে অবস্থিত প্রীতম নিবাস মহারাজা সোয়াই ভবানী সিং-এর জন্মবার্ষিকী উপলক্ষে "দ্য সোয়াই জয়পুর অ্যাওয়ার্ডস ২০২৫" আয়োজন হয়ে গেল এদিন। জয়পুরের উপ-মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন রাজপরিবারের সদস্য দিয়া কুমারী এবং পোলো খেলোয়াড় এবং প্রাক্তন রাজপরিবারের সদস্য সোয়াই পদ্মনাভ সিং পুরস্কার প্রদান করেন এদিনের অনুষ্ঠানে।