New Update
/anm-bengali/media/media_files/9venssXj9d2ZBwOLUgIe.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আজ ২৫তম কার্গিল বিজয় দিবস। আজকের দিনে দেশ জুড়ে পালিত হচ্ছে শহিদদের প্রতি সম্মান প্রদান।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/07/kargil-war-pic.jpg)
এই দিনের আত্মত্যাগকে মাথায় রেখে এক বড় দাবী করেছেন কার্গিল যুদ্ধে নিহত ক্যাপ্টেন বিক্রম বাত্রার বাবা জি এল বাত্রা। তার দাবী যে, কার্গিলের যুদ্ধে ভারতীয় সেনাদের আত্মত্যাগের কথা মাধ্যমিকের পাঠ্যবইয়ে থাকা দরকার।
/anm-bengali/media/post_attachments/29e4c8f5b66d9241bffe9c8a3e4620025d37979bb0128129096a148bc6aed6b6.png)
তার কথায়, '' আজকের দিনটা আমাদের কাছে গর্বের। দেশের জন্য আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগকে অভিবাদন জানাই। ওই সব বীর সেনাদের যুদ্ধ জয়ের কাহিনি স্কুলের সামাজিক বিজ্ঞানের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত, যাতে শিক্ষার্থীরা তা থেকে অনুপ্রেরণা পায়। ''
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2017/07/page5-130.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us