অগ্নিমূল্য সবজি, নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের

হু হু করে বাড়ছে সবজির দাম। মানুষ খাবে কী? উঠছে প্রশ্ন। বাজারে গিয়ে কিছু কিনতে গেলেই যেন নাভিশ্বাস উঠে আসছে সাধারণ মানুষের। এহেন পরিস্থিতি শেষ কবে হবে? প্রশ্ন থেকেই যাচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
tomato.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বর্ষার মরসুমে হু হু করে বাড়ছে সবজির দাম (Vegetables Prices) । বাজারে আনাজপাতি কিনতে গেলেই রীতিমতো ছ্যাঁকা খাচ্ছেন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ।

পাঞ্জাবি ভাষায় দক্ষতা আছে? এখনই Apply করুন

 অন্যান্য শহরগুলির পাশাপাশি দিল্লির ছবিটাও ঠিক একই আছে। হাকিম রেহমান নামের এক ব্যবসায়ী জানিয়েছেন, গত১০দিনেবেড়েছেসবজিরদাম। আগামী২০দিনটমেটোরদামবেশিথাকবেবলেআশাকরাহচ্ছে।আগামীমাসেটমেটোরনতুনফসলবাজারেআসারসাথেসাথেদামকমেযাবে।‘  

মারাঠি ভাষা লিখতে ও বলতে পারেন? এখনই Apply করুন