দ্রুত সফল হচ্ছে নকশালমুক্ত ভারতের স্বপ্ন ! নকশাল প্রভাবিত জেলার সংখ্যা কমে দাঁড়ালো ১১টি

বড় সাফল্য পেল ভারত সরকার।

author-image
Debjit Biswas
New Update
modi shahss.jpg

নিজস্ব সংবাদদাতা : নকশালবাদ-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার যে উদ্যোগ নিয়েছিল এবার সেই উদ্যোগে এক বড় ধরণের সাফল্যের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দেশে নকশাল কার্যকলাপ দ্বারা সবচেয়ে ভয়াবহভাবে প্রভাবিত জেলার সংখ্যা কমে এখন মাত্র তিনটিতে নেমে এসেছে।

কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত তথ্য অনুসারে, নকশাল প্রভাবিত জেলার মোট সংখ্যাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পূর্বের ১৮টি জেলা থেকে এই সংখ্যা কমে এখন মাত্র ১১টিতে এসে দাঁড়িয়েছে।

naxal leaders

এই বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং উন্নয়নমূলক কার্যক্রম বৃদ্ধির মাধ্যমেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। সরকারের লক্ষ্য হল, খুব দ্রুত ভারতকে সম্পূর্ণরূপে নকশালমুক্ত করা।