‘সাহসী সৈন্যরা প্রজ্জ্বলিত দীপাবলির প্রদীপের মতো’: মোদী

আইএনএস বিক্রান্ত রয়েছে, যা অসীম শক্তির প্রতীক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-10-20 at 11.39.52

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়া এবং কারওয়ার উপকূলে আইএনএস বিক্রান্তে সাহসী সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে দীপাবলি উদযাপন করছেন আজ। আর সেখান থেকেই নৌবাহিনীর উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা। 

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, “আজ, একদিকে আমার কাছে অসীম দিগন্ত, অসীম আকাশ, এবং অন্যদিকে আমার কাছে এই বিশাল জাহাজ, আইএনএস বিক্রান্ত রয়েছে, যা অসীম শক্তির প্রতীক। এখানে সমুদ্রের জলে সূর্যের রশ্মির ঝলক সাহসী সৈন্যদের দ্বারা প্রজ্জ্বলিত দীপাবলির প্রদীপের মতোই দেখাচ্ছে”।