/anm-bengali/media/media_files/oQGsleeCguldktqMQhA1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে কংগ্রেসের বিরাট সাফল্যের পর মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। অন্যদিকে, ডিকে শিবকুমারের নামও ভেসে আসছে। তবে কংগ্রেস শিবির থেকে এখনও এ বিষয়ে কিছু বলা হয়নি। এদিন এই বিষয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা এইচ কে পাতিল। তিনি বলেন, 'দিল্লিতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে কর্ণাটকের মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনা চলছে। আমার মতে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঠিক হয়ে যাবে।'
#WATCH | "In my view, it (the name of the next Karnataka CM) will be decided by tomorrow evening. Our process is still on," says Congress leader HK Patil on Karnataka CM talks underway at party president Mallikarjun Kharge's residence in Delhi. pic.twitter.com/r9NasVaoVF
— ANI (@ANI) May 15, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us