New Update
/anm-bengali/media/media_files/2024/10/30/rLXx2qp8bG6ImZXxadWG.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। আজ ৩০ অক্টোবর বুধবার দূষণের মাত্রা দাঁড়িয়েছে ২৯৭ অর্থাৎ মাত্রাতিরিক্ত দূষণ। দিল্লি জলবোর্ডের তরফে আজ জানানো হয়েছে, আগামী ১ নভেম্বর, শুক্রবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রিত ভাবে জল সরবরাহ করা হবে। পূর্ব, উত্তর-পূর্ব, দক্ষিণ দিল্লির বিভিন্ন এলাকায় এর প্রভাব পড়বে।
আগামীকাল আলোর উৎসব দীপাবলি। এই আবহে আতশবাজির ধোঁয়া রাজধানীকে আরও দূষিত করে তুলবে বলে মনে করছেন পরিবেশবিদরা। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বায়ু দূষণের পাশাপাশি দিল্লিতে জল দূষণের মাত্রাও বেড়েছে।
#WATCH | Truck-mounted water sprinkler sprays tiny droplets of water to mitigate the affects of 'Poor' quality air in the national capital of Delhi
— ANI (@ANI) October 30, 2024
Visuals from Mansingh Road pic.twitter.com/LhZMJ8lXvi
ট্রাক-মাউন্ট করা জলের স্প্রিঙ্কলার জাতীয় রাজধানী দিল্লিতে দূষণের মাত্রা কমাতে জল স্প্রে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/post_attachments/3c3a8144-838.png)