মথুরায় মহারাজজির আশীর্বাদ পেয়ে আনন্দিত ‘দ্য গ্রেট খালি’

বিজেপি নেতা ও রেসলার দলীপ সিং রানা বলেন— “মহারাজজির দর্শন পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও ধন্য”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-05 10.36.22 PM

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মথুরায় সফরকালে মহারাজজির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রখ্যাত রেসলার ও বিজেপি নেতা দলীপ সিং রানা, যিনি ‘দ্য গ্রেট খালি’ নামে বিশ্বজোড়া পরিচিত।

সাক্ষাতের পর খালি বলেন, “আমি এখানে এসে খুব খুশি। মহারাজজির দর্শন পেয়েছি, তিনি আমাকে আন্তরিকভাবে আশীর্বাদ করেছেন। আমি অত্যন্ত আনন্দিত ও ধন্য।”