'দিল্লির সরকার শিক্ষিত'! দূষণের মাঝেই সার্টিফিকেট?

দিল্লির দূষণ নিয়ে বিরোধীদের কাঠগড়ায় তুললেন আপ মুখপাত্র।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দূষণে জর্জরিত দিল্লি সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলি। দিল্লির দূষণ নিয়ে য়খব সুর চড়াচ্ছে বিরোধীরা সেই সময় কেজরিওয়ালের সার্টিফিকেট দিলেন তারই দলের মুখপাত্র  প্রিয়াঙ্কা কক্কর। তার কথায়, "দিল্লিতে একটি শিক্ষিত সরকার রয়েছে যারা নিয়মিত (বায়ু দূষণের মাত্রা) পর্যবেক্ষণ করে। দিল্লির ১৪০০ বর্গ কিলোমিটার এলাকায় ৪০টি AQI মনিটর রয়েছে যা আমাদের সমস্যা চিহ্নিত করতে সাহায্য করে। একইভাবে, ৫০ থেকে ৬৭ শতাংশ হ্রাস পেয়েছে আমাদের শাসনের অধীনে পাঞ্জাবের খড় দূষণ৷ তবে, অন্য কোনও সরকার এই সমস্যা নিয়ে চিন্তিত নয়।" 

hiring.jpg