নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরের উধমপুর বিভাগের বন বিভাগের কর্মকর্তারা ৯০-৯২ লক্ষ টাকা মূল্যের ৩০৭ কেজি গুচি (বন্য মাশরুম) বাজেয়াপ্ত করেছেন।
উধমপুরের রুশাল গর্গ ডিভিশনাল ফরেস্ট অফিসার বলেন, "সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রেঞ্জ অফিসার দল পুলিশ কর্তৃপক্ষের সহায়তায় একটি গাড়ি আটক করে এবং গুচি (বন্য মাশরুম) উদ্ধার করে। গুচিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মাশরুম হিসাবে বিবেচনা করা হয়, এর বাজার মূল্য প্রতি কেজি প্রায় ২৫০০০ থেকে ৩০০০০ টাকা। গাড়ি থেকে ৩০৭ কেজি মাশরুম উদ্ধার করা হয়েছে এবং এর বাজার মূল্য ৯০-৯২ লক্ষ টাকা।"