দেশজুড়ে SIR-এর প্রস্তুতি পর্যালোচনা ! দিল্লিতে মুখ্য নির্বাচনী অফিসারদের সম্মেলন শুরু করল নির্বাচন কমিশন

কেন গুরুত্বপূর্ণ এই বৈঠক ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
Eci

নিজস্ব সংবাদদাতা : আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR preparedness)-এর প্রস্তুতি পর্যালোচনা শুরু করল ভারতের নির্বাচন কমিশন (ECI)। এর অংশ হিসেবে আজ নিউ দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (IIIDEM)-এ শুরু হয়েছে মুখ্য নির্বাচনী অফিসারদের (CEO) দু'দিনের সম্মেলন।

G33Wgz6WQAAVKih
SIR

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই সম্মেলনে দেশের সমস্ত রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এই বৈঠকটির মূল উদ্দেশ্য হল, বিভিন্ন রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোর সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখা।