পশ্চিমবঙ্গের SIR নিয়ে তৃণমূলের অভিযোগ ‘অযৌক্তিক’: দাবি শায়না এনসি

নির্বাচন কমিশন তার দায়িত্বই পালন করছে, মন্তব্য শিবসেনা নেত্রীর।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-25 9.44.43 PM

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের বিশেষ তদারকি (SIR) প্রসঙ্গে শিবসেনা নেত্রী শায়না এনসি বলেছেন, নির্বাচন কমিশন শুধু নিজের দায়িত্ব পালন করছে। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ ‘‘কৃত্রিম’’ এবং তিনি ভিত্তিহীন দাবি তুলছেন যে সরকারি কর্মীদের লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শায়না এনসির মতে, এই অভিযোগের পেছনে ‘‘অনুপ্রবেশকারীদের মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্র’’ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা রয়েছে। তিনি আরও বলেন, কোনো অভিযোগ তুললে তার পক্ষে প্রমাণ থাকা জরুরি।