এআই উন্নয়নেই 'বিকশিত ভারত'-এর স্বপ্ন, বললেন মহাকাশচারী শুভাংশু শুক্লা

শুভাংশু শুক্লা কি বললেন?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-12-07 8.54.03 AM

নিজস্ব প্রতিনিধি: ‘India's first City Centric AI Innovation Engine’ ঘিরে আয়োজিত Delhi AI Grind মঞ্চে বক্তব্য রাখলেন ভারতীয় মহাকাশচারী ও ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি জানান, “এআই আজ জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযুক্ত। এটি এক কার্যকর হাতিয়ার, যা বৃহৎ পরিসরে ব্যবহৃত হচ্ছে।”

তিনি আরও বলেন, এআই ব্যবহারের সঠিক ক্ষেত্রগুলি চিহ্নিত করে উন্নয়নে বিনিয়োগ করলে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে দেশ আরও দ্রুত এগোতে পারবে। শুক্লার বক্তব্যে ভবিষ্যত প্রজন্মের ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, “যদি আমাদের তরুণ প্রজন্ম এই স্বপ্ন পূরণের দায়িত্ব নেয়, তবে ২০৪৭-এর আগেই আমরা লক্ষ্য হাসিল করতে সক্ষম হব।”

প্রযুক্তিকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে ভারতকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী অবস্থান দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।