দেশের ২৪ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট! NEET কেলেঙ্কারি নিয়ে ফের বিস্ফোরক কংগ্রেস

কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে, নাম NEET। কিন্তু ফলাফল দেখে এই প্রক্রিয়াকে কোথাও থেকে 'ক্লিন, বা হেলদি' মনে হচ্ছে না।

author-image
Probha Rani Das
New Update
Congressflag.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃকংগ্রেসের তরফে জানানো হয়েছে যে, নাম NEET। কিন্তু ফলাফল দেখে এই প্রক্রিয়াকে কোথাও থেকে 'ক্লিন, বা হেলদি' মনে হচ্ছে না। এই পরীক্ষার মাধ্যমে দেশের ২৪ লক্ষশিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে এবং তারপর ৪ জুন পুরো সিস্টেম উন্মোচিত হয়েছে।

vbnvmq17.jpg

গত ৮ বছরে এমন ৭ জন পড়ুয়া পূর্ণ নম্বর পেলেও এ বছর ৬৭ জন পূর্ণ নম্বর পেয়েছে। এর উত্তর শিক্ষামন্ত্রীর কাছে নেই।এই কেলেঙ্কারিটি প্রকাশ্যে আসে যখন বিহারের পুলিশ কাগজ ফাঁসের মামলায় কিছু লোককে গ্রেপ্তার করে এবং গুজরাটের গোধরায় অনুরূপ একটি মামলা পাওয়া যায়।  

Add 1