BREAKING: গয়া নয়, পাল্টে গেল নাম!

কি হল নতুন নাম?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: পাল্টে গেল গয়ার নাম। নতুন নাম হল গয়াজি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই নামকরণ করে শহরের ইতিহাস আরো সমৃদ্ধ করলেন।  

বিহারের অতিরিক্ত মুখ্য সচিব এস. সিদ্ধার্থ এই বিষয়ে বলেন, "গয়া হরের নাম পরিবর্তন করে গয়াজি রাখা হয়েছে। ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে"।

Tourist Places In Gaya: Everything You Need To Know