"বাংলার গর্বকেই মুছে দিচ্ছে?" সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙার সিদ্ধান্তে বিস্ফোরক কেন্দ্র! সংস্কারে সাহায্যের প্রস্তাব ভারতের

কেন্দ্রীয় সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে না ফেলার অনুরোধ করেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
satyajir roy house


নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের ময়মনসিংহে অবস্থিত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। এই খবর সামনে আসতেই গোটা দুই বাংলায় বইছে শোক ও ক্ষোভের ঝড়। বাড়িটি সত্যজিৎ রায়ের ঠাকুরদা, প্রখ্যাত সাহিত্যিক ও প্রকাশক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছিল। ঐতিহাসিক এই বাড়িটি বহু বছর ধরে বাংলাদেশ শিশু অ্যাকাডেমির অধীনে ছিল। কিন্তু সম্প্রতি, বাংলাদেশে ক্ষমতাসীন অন্তর্বর্তী ইউনূস সরকারের সময়েই এই বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে গুঁড়িয়ে দেওয়ার প্রক্রিয়া।

এই ঘটনায় কড়া প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি প্রকাশ্যে ইউনূস সরকারের কাছে আবেদন জানান, যেন এই বাড়ি ভাঙা না হয়। পাশাপাশি, ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

satyajir roy house

মমতার বার্তার পরেই কেন্দ্রীয় সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবৃতি দেয়। ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করা হয়, সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙার সিদ্ধান্ত যেন অবিলম্বে পুনর্বিবেচনা করা হয়। সেইসঙ্গে ভারত জানায়, প্রয়োজন হলে এই বাড়ি সংরক্ষণ ও সংস্কারে তারা অর্থনৈতিক ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। এই ঐতিহাসিক স্থানকে একটি সাহিত্যমিউজিয়ামে রূপান্তরিত করার প্রস্তাবও দেওয়া হয়, যা দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিত্বদের বাড়িঘরে হামলা, দখল ও ভাঙচুরের ঘটনা বেড়েছে। মাসখানেক আগেই রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতেও হামলার ঘটনা সামনে এসেছিল। এবার সেই তালিকায় যুক্ত হল সত্যজিৎ রায়ের নাম।

বাঙালির গর্ব সত্যজিৎ রায়ের স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে ফেলার এই পদক্ষেপ ইতিহাস এবং সংস্কৃতির প্রতি এক নির্মম আঘাত বলেই মনে করছেন বিদ্বজ্জন মহল।