গাড়ি সরাতে বলাই হল কাল- পুলিশকেই পিষে দিল গাড়ির চালক- সামান্য ঘটনায় নেমে এল মৃত্যু- জানুন, কেঁপে উঠবেন মুহূর্তে

কি জানা যাচ্ছে?

author-image
Aniket
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: গাড়ি সরাতে বলাই হল কাল। পুলিশ কনস্টেবলকে পিষে দিল গাড়ির চালক। দিল্লি পুলিশের একজন কনস্টেবল গত রাতে নাগালোই এলাকায় একটি রোড রেজ ঘটনায় গাড়ির চালককে গাড়ি সরাতে বলার পরে একটি গাড়ি দ্বারা পিষ্ট হয়ে নিহত হয়েছেন। কনস্টেবলকে ১০ মিটার টেনে নিয়ে অন্য একটি গাড়িতে আঘাত করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত পলাতক। তবে তার গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।  দিল্লি পুলিশের তরফে এই বিষয়ে জানানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পরবর্তী তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজ চলছে। 

 . . . . . . . . . . . . . .