বড় খবর : উৎসবের মাঝে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো সেতু! দেখুন

হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে সেতু! ধস! বিপর্যয়! মহারাষ্ট্রে ভয়ঙ্কর ঘটনা। রইলো ভিডিও। স্তব্ধ যান চলাচল। চলাচলের অযোগ্য। পৌঁছিয়েছেন প্রশাসনিক কর্তারা।

author-image
Pallabi Sanyal
18 Sep 2023 আপডেট করা হয়েছে 19 Sep 2023
saswd



নিজস্ব সংবাদদাতা : নদীর ওপর সেতু। আর সেই সেতুরই কিনা খানিকটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো! সোজা নদী গর্ভে মিশলো ভাঙা সেতুর অংশ! মহারাষ্ট্রে ঘটল বড় অঘটন। গণেশ চতুর্থীর আবহে  নন্দুরবার থেকে ধুলে সংযোগকারী সারাংখেদা সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তহসিলদার দীপক গিরাস জানিয়েছেন, "বিকেল ৪টের দিকে, আমরা খবর পেয়েছি যে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সবাই এখানে এসে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করেছি এবং ব্যারিকেডিং করেছি। আমরা সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ডেকেছি।"