ফুঁসছে বিয়াস নদী! খালি করা হল বাড়ি

জলস্তর বদ্ধি পেয়েছে বিয়াস নদীর। দুর্যোগের কবলে হিমাচল প্রদেশ। অবিরাম বৃষ্টিতে বানভাসী অবস্থা। কী পদক্ষেপ? জানালেন প্রশাসনিক আধিকারিক। দেখুন ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
ss

নিজস্ব সংবাদদাতা : টানা বৃষ্টিতে ফুঁসছে বিয়াস নদী। জলস্তর বৃদ্ধির জেরে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকাগুলির। তবে, মান্ডির এসপি সৌম্য সাম্বাসিভান জানিয়েছেন, "বিয়াস নদীর ওপারে বসবাসকারীদের উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধার কেন্দ্রে পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ৩ থেকে ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।"