হাইভোল্টেজ বৈঠকে অমিত শাহ, থাকবেন না মমতা, চমকে গেলেন সকলে

ফের একবার রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
SWETA MITRA
New Update
amit shah 12.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান, আজ রবিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ বহু মানুষের নজর তাঁর ওপরেই রয়েছে বৈকি। জানা গিয়েছে, কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহেরসভাপতিত্বেআজপাটনায়ইস্টার্নজোনালকাউন্সিলের২৬তমবৈঠকঅনুষ্ঠিতহবে। যদিও পশ্চিমবঙ্গ, ওড়িশাঝাড়খন্ডেরমুখ্যমন্ত্রীরাএইবৈঠকেযোগদেবেননা।