Breaking: কংগ্রেস নেতাকে সমন, শেষমেষ গ্রেফতার?

২০২৪ সালের লোকসভা ভোটের আগে ফের বিপাকে এই কংগ্রেস নেতা।

author-image
SWETA MITRA
New Update
congress bjp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের অস্বস্তিতে কংগ্রেস (Congress)। জানা গিয়েছে, মাধবরাও গোলওয়ালকরকে কটূক্তি করার অভিযোগে আরএসএস কর্মী বিবেক চম্পানেরকরের দায়ের করা মানহানির মামলায় কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংকে (Digvijaya Singh) সমন জারি করল থানে ম্যাজিস্ট্রেট আদালত। হেভিওয়েট এই কংগ্রেস নেতাকে আগামী ২০ নভেম্বর হাজিরা দিতে বলা হয়েছে।