/anm-bengali/media/media_files/2025/12/01/screenshot-2025-12-01-pm-2025-12-01-12-54-56.png)
নিজস্ব সংবাদদাতা: চার দিনের সরকারি সফরে ভারতে এসে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য নিয়ে ইতিবাচক বার্তা দিলেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভারত ও থাইল্যান্ড কৌশলগত অংশীদার। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুই দেশের মধ্যে বাণিজ্য ক্রমাগত বাড়ছে।”
/anm-bengali/media/post_attachments/ed95252c-108.png)
তিনি জানান, ভারতের ক্রমবর্ধমান বাজারকে সামনে রেখে থাই বিনিয়োগকারীদের ভারতে আগমনের বিষয়ে তিনি আশাবাদী। তাঁর কথায়, “ভারত একটি বিশাল বাজার। আমরা আশা করছি আরও থাই বিনিয়োগকারী এখানে আসবেন।” এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমরা থাইল্যান্ডকে আসিয়ানের প্রবেশদ্বার হিসেবে দেখি। ভারত–আসিয়ান সংযোগ জোরদার করতে থাইল্যান্ড গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।”
#WATCH | On his 4-day official visit to India, Thai Foreign Affairs Minister Sihasak Phuangketkeow says, "India and Thailand are strategic partners; our bilateral relations are important as the trade volume between our countries is increasing...I am looking at Thai investors… pic.twitter.com/cM8ZjiZsIm
— ANI (@ANI) December 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us