Breaking: সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে কাঁপল কাশ্মীর, খতম জঙ্গি

আবারও রক্তে রেঙে উঠল ভুস্বর্গ কাশ্মীর।

author-image
SWETA MITRA
New Update
jk

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার সাত সকালে ফের একবার এনকাউন্টার শুরু হল জম্মু ও কাশ্মীরে (J&K)। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে মঙ্গলবার থেকে শুরু হওয়া এনকাউন্টারের মধ্যে বুধবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, নারলা এলাকায় এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয়েছে এবং এক সেনা জওয়ান শহীদ হয়েছেন। এছাড়া গুলি বিনিময়ে একজন বিশেষ পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে খবর।  জম্মুর অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজিপি) মুকেশ সিং জানিয়েছেন, "একজন জঙ্গি নিষ্ক্রিয় হয়েছে”।